dailynobobarta logo
আজ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

রাবি-তে মুন্সীগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘের কমিটি গঠন

প্রতিবেদক
সালাহউদ্দিন সালমান, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ | ১২:৩৮ পূর্বাহ্ণ
রাবি-তে মুন্সীগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘের কমিটি গঠন

সালাহউদ্দিন সালমান: দেশের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যায়নরত শিক্ষার্থীদের মাধ্যমে গড়ে উঠে একেকটি ছাত্র সংঘ বা জেলা সমিতি। তার মধ্যে রাবিতে অন্যতম ছাত্র সংঘ মুন্সীগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘ। এতে নবীনবরণ ও নতুন কমিটি ঘোষণার উদ্দেশ্যে একটি অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন প্রকৌশল বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী জিহাদ হাসান।

গেলো মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৯ টার দিকে রাজশাহী শহরের ফুড লাভার্স রেস্টুরেন্টে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে কমিটির এক সাধারণ সভায় আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে অন্যরা হলেন সহ-সভাপতি মো.ইসহাক বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক (ফ্যাইনান্স) খালিদ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক (ইভেন্ট ম্যানেজমেন্ট) জিহাদ খান ইশান, যুগ্ম সাধারণ সম্পাদক (ট্যুর এন্ড হসপিটালিটি) মিনহাজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক (কালচার এন্ড প্রোগ্রাম) আমিনুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক (ব্র্যান্ডিং এন্ড প্রোমোশন) শেখ সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক (স্পোর্টস এন্ড প্রমোশন) মো.সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক (এডুকেশন এন্ড লাইব্রেরী) আকন বিন কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক (স্টুডেন্ট ওয়েলফেয়ার) মো.শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক (ফিমেল ওয়েলফেয়ার) হিমি আক্তার আবিদা, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া আক্তার, সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত মন্ডল এবং রাকিব হাসান, সেক্রেটারি অব প্রমোশন সানজিদা ইসলাম, সেক্রেটারি অব স্পোর্টস এন্ড অফিস মো. হাম্মাদুর রহমান, সেক্রেটারি অফ কালচার এন্ড ইভেন্ট মাহফুজা আক্তার মিহা, সেক্রেটারি অব সায়েন্স এন্ড টেকনোলজি মেহেরুন্নেসা মনি, সেক্রেটারি অব লাইব্রেরী ম্যানেজমেন্ট আফরিন হাসান মিহা।

উল্লেখ্য, কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছেন সংগঠনটির উপদেষ্টা ও সহকারী অধ্যাপক শাহাদাত হোসাইন।

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com