সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে গাছ কাটতে গিয়ে ইউসুফ (২৯) নামের এক যুবক মারা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল (২৪ ডিসেম্বর) রবিবার বিকেল অনুমান ২.০০ ঘটিকার সময় স্বরূপকাঠি ইউনিয়নের অলংকারকাঠি গ্রামে।
ইউপি মেম্বার মনিরুল ইসলাম মনির হাওলাদার বলেন, ব্যক্তিগত প্রয়োজনে নিজের জমিতে লাগানো মেহগনি গাছ কাটছিলেন কিন্তু গাছ কাটা শেষ হলে মাটিতে না পড়ে গাছটি অন্য একটি গাছের সাথে আটকা পড়ে। তখন গাছটিকে মাটিতে ফেলানোর জন্য দড়ি বেঁধে নিচে টান মারতেই গাছটি নিজের মাথার উপর পড়ে মাথা ফেটে যায়। তাৎক্ষণিক নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ইউসুফ নেছারাবাদ উপজেলার অলংকারকাঠি গ্রামের শাহ আলমের ছেলে। সে ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন। তার ঘরে মারিয়াম মাইদা নামের দেড় বছরের একটি কন্যা সন্তান আছে।
এ ব্যাপারে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. ফিরোজ কিবরিয়া বলেন, তিনি হাসপাতালে পৌঁছানোর পূর্বেই মারা গেছেন।