dailynobobarta logo
আজ রবিবার, ৭ জানুয়ারি ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

লক্ষ্মীপুরে ৪টি আসনের ৩টি নৌকা, ১টিতে স্বতন্ত্রের জয়

প্রতিবেদক
কিশোর কুমার দত্ত, লক্ষ্মীপুর প্রতিনিধি
রবিবার, ৭ জানুয়ারি ২০২৪ | ১০:৪৮ অপরাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বেসরকারিভাবে তিনটি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা ও অপরটিতে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হওয়ার পথে। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী (রাত সাড়ে ৯টা পর্যন্ত)।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন:- মোট ভোট কেন্দ্র ৮৫টি। ৮০টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. আনোয়ার হোসেন খান ৩৭ হাজার ৮০৯ ভোট পেয়ে বিজয়ীর হওয়ার পথে। নিকটতম প্রতিদ্বন্দ্বী (ঈগল) প্রার্থী হাবিবুর রহমান পবন পেয়েছেন ১৭ হাজার ২৮৮ ভোট।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসন:
মোট ভোটকেন্দ্র ১৪৬টি। ৭৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ৭৮ হাজার ৮৯০ ভোট বিজয়ী হওয়ার পথে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ঈগল প্রতীক) প্রার্থী সেলিনা ইসলাম পেয়েছেন ৭ হাজার ১৫০ ভোট।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসন:- মোট ভোটকেন্দ্র ১২৫টি। সব কয়টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিঙ্কু নৌকা প্রতীক নিয়ে ৫২ হাজার ২৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধি (ট্রাক প্রতীক) এম এ সাত্তার পেয়েছেন ৩৫ হাজার ৬২৮ ভোট।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসন:-
মোট ভোট কেন্দ্র ১২১ টি। সব কয়টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ৪৬ হাজার ৪৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল্লাহ (ঈগল প্রতীক)। নিকটতম প্রতিদ্বন্দ্বী জোটের প্রার্থী নৌকা প্রতীকের মোশাররফ হোসেন পেয়েছেন ৩৩ হাজার ৩০১ ভোট।

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com