dailynobobarta logo
আজ রবিবার, ৭ জানুয়ারি ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

বিজয় মিছিল করবে না আওয়ামী লীগ

প্রতিবেদক
সুব্রত দেবনাথ
রবিবার, ৭ জানুয়ারি ২০২৪ | ১০:৫৬ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী কোথাও কোনো ধরনের বিজয় মিছিল করবে না আওয়ামী লীগ। রোববার (৭ জানুয়ারি) রাতে দলটির সভাপতি শেখ হাসিনা বিজয় মিছিল না করতে নির্দেশনা দিয়েছেন। দলটির উপ-দপ্তর সম্পাদক সায়েম খান জানিয়েছেন, নির্বাচনে ফলাফল ঘোষণার পর কোনো প্রকার বিজয় মিছিল না করার এবং অন্যপ্রার্থী ও তার কর্মী-সমর্থকদের সঙ্গে সহিংসতা বা আত্মকলহে লিপ্ত না হওয়ার জন্য সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে বুধবার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন এক হাজার ৯৭০ জন প্রার্থী। ২৮টি রাজনৈতিক দলের হয়ে লড়াই করেন ১৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ৪৩৬ জন। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের মৃত্যুবরণ করায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি।

 

সন্ধ্যার পর থেকেই সারাদেশে বিভিন্ন কেন্দ্রের বেসরকারিভাবে ফলাফল আসতে শুরু হয়। এরমধ্যে রাত সাড়ে ১০টা পর্যন্ত ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ নৌকা প্রতীকে ৮০টি আসন পেয়ে এগিয়ে আছে। এছাড়া স্বতন্ত্র ১৭টি ও জাতীয় পার্টি ৬ আসনে জয় নিয়ে লড়ছে।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com