dailynobobarta logo
আজ বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

মানিকগঞ্জে মেলার মাঠ থেকে বোমা উদ্ধার

প্রতিবেদক
আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি
বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪ | ১০:২৯ পূর্বাহ্ণ
মানিকগঞ্জে মেলার মাঠ থেকে বোমা উদ্ধার

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন মা বুড়ির মেলায় বোমা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রেখে পালিয়েছে। খবর পেয়ে বোমাটি উদ্ধারের পর সেটিকে ধ্বংস করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে আটিগ্রাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন বলাকা সংসদ ক্লাবের সামনে মা বুড়ির মেলায় একটি বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে সদর থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন।

এরপর মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ কামরুল হাসান, র‍্যাব-৪ (সিপিস-৩) এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, সদর থানার ওসি হাবিল হোসেন এবং র‍্যাবের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন।

পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বোমার উপস্থিতি বুঝতে পেরে র‍্যাবের বোমা ডিস্পোজাল ইউনিটকে খবর দেন। ঢাকা থেকে বোমা ডিস্পোজাল ইউনিটের সদস্যগণ এসে দুপুর আড়াইটার দিকে বোমাটি উদ্ধার করেন এবং অন্যত্র বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে র‍্যাব-৪ ( সিসিপি-৩) মানিকগঞ্জ এর লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, বোমাটি উদ্ধারের পর অন্যত্র নিয়ে ধ্বংস করা হয়েছে। এর সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com