dailynobobarta logo
আজ রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

পাটগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত

প্রতিবেদক
আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি
রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪ | ৩:০৭ অপরাহ্ণ
পাটগ্রাম সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশী যুবক নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)এর গুলিতে রবিউল ইসলাম টুকলু মিয়া (৩৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (২৮ জানুয়ারি) ভোরে ওই উপজেলার দহগ্রাম সীমান্তে ১নং মেইন পিলার থেকে ১০০ গজ অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত টুকলু মিয়া দহগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকার আফজাল হোসেনের পুত্র।

স্থানীয়রা জানান, ওই সীমান্তে ভোর রাতে সাত আট জন বাংলাদেশী যুবক ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। এ সময় ভারতীয় টহলরত সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদেরকে লক্ষ্য করে গুলি করে। ওই গুলিতে ঘটনাস্থলে রবিউল ইসলাম টুকলু নিহত হন এবং বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে যায় এমন দাবি স্থানীয়দের।

এ বিষয়ে দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ভোররাতে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ভারতীয় পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে এবং ৫১ ব্যাটালিয়নের বিজিবি, পানবাড়ি ক্যাম্পের সুবেদার আমানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com