কুড়িগ্রামে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কলেজ মোড়স্থ পৌর শেখ রাসেল অডিটরিয়ামে আলোচনাসভা.সেলাই মেশিন বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান (সাবেক এমপি) আলহাজ্ব মো. জাফর আলী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছা. জেবুন নেছা, আওয়ামী লীগ নেতা সাঈদ হাসান লোবান, জিল্লুর রহমান টিটু, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাসেদুজ্জামান বাবু, বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, উদয় শ্ঙ্কর চক্রবর্তী প্রমুখ।
দোয়া পরিচালনা করেন আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও.নূর বখত মিয়া। বক্তরা সভায় স্বাধীনতার পূর্বে ও স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এঁর বলিষ্ট ভূমিকা সমূহ নিয়ে আলোচনা করেন।
অপরদিকে মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা লীগের নেতাসহ কর্মীগণ উপস্থিত ছিলেন।