শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ও মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য, প্যানেল চেয়ারম্যান ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ্ কিসমতের আর্থিক সহযোগীতায় ৩৩টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার বিকাল ৫ টার দিকে উপজেলা জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যানের কার্যালয়ে এম মাহবুব উল্লাহ্ কিসমত উপস্থিত হয়ে প্রশিক্ষণ প্রাপ্ত নারীর মাঝে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরোজা বেগমসহ অনেকে।
মন্তব্য করুন