গতকাল ২০ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার রচিত “বঙ্গবন্ধুর প্রত্যাশিত উন্নত শিরের বাঙালি জাতি চাই” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
মোড়ক উন্মোচন করেন পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিয়ার রহমান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, লন্ডন প্রবাসী সাংবাদিক সৈয়দ আনাস পাশা, দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত ছড়াকার আসলাম সানী, রাজনীতিবিদ আতা উল্লাহ খান, গণতন্ত্রী পার্টির নেতা ফরিদ আহমেদ, হরিপ্রসাদ মিত্র, কামরুল ইসলাম, মিরাজুল ইসলাম জামান, আব্দুল আলিম, সাদিদ আহমেদ সাদি, চলচ্চিত্র পরিচালক, ইঞ্জিনিয়ার মনজুরুল ইসলাম মেঘ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম খান প্রমুখ।
“বঙ্গবন্ধুর প্রত্যাশিত উন্নত শিরের বাঙালি জাতি চাই” বইয়ের লেখক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.শহীদুল্লাহ সিকদার বইটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। উপস্থিত অতিথিগন “বঙ্গবন্ধুর প্রত্যাশিত উন্নত শিরের বাঙালি জাতি চাই” বইটির উপরে আলোচনা ও বক্তব্য প্রদান করেন।
আনিসুজ্জামন সোহেল এর প্রচ্ছদে “বঙ্গবন্ধুর প্রত্যাশিত উন্নত শিরের বাঙালি জাতি চাই” বইটি আগামী প্রকাশনীর প্যাভিলয়নে বইটি পাওয়া যাবে