মানিকগঞ্জের ঘিওরে কৃষি জমির মাটি কাটায় অভিযান পরিচালনা করে ৫ জনকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের জোকা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম।
অভিযুক্তরা হলেন,ঝিনাইদহ সদরের পবহাটি এলাকার মৃত রওশন আলীর ছেলে ড্রাইভার তারিকুল ইসলাম (৪৫), হরিরামপুর উপজেলার উত্তর গুড়াইল এলাকার ওহাব আলীর ছেলে ড্রাইভার আলামিন হোসেন (৩২), ঘিওর উপজেলার তেরধনা এলাকার কাশেম খানের ছেলে বাবু খান(২৭), মানিকগঞ্জ সদরের পশ্চিম দাশড়া এলাকার নজরুল ইসলামের ছেলে শিশির ইসলাম (২৬), মানিকগঞ্জ সদরের ভাটবাউর এলাকার আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম(৩৪)।
ইউএনও আমিনুল ইসলাম বলেন, কৃষি জমি রক্ষার স্বার্থে ভুক্তভোগীর অভিযোগে অভিযান পরিচালনা করে ভেকুর মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান চলবে।
তিনি আরও বলেন, কৃষি জমির মাটি কেটে নেওয়া অপরাধ।যদি কেউ কৃষি জমির মাটি কেটে নেয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।