বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চেংঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান সম্পন্ন। গতকাল ৫ই মার্চ (মঙ্গলবার) বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম মানিক হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আগৈলঝাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন চেংঙ্গুটিয়া নজরুল স্মৃতি সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ তালুকদার, ম্যানেজিং কমিটির সদস্য রোমান তালুকদার, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র জয়ধর, সিনিয়র শিক্ষক মাওলানা দেলোয়র হোসেন, ইউপি সদস্য বি এম খোকন, আবদুস সালাম সেলিমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সার্বিক নির্দেশনা প্রদান করেন চেংঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)আয়েসা খানম। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন লেখক ও সংগঠক সৈয়দ মাজারুল ইসলাম রুবেল। শেষে ক্রীড়া, সংস্কৃতি ও মেধা পুরস্কার সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।