dailynobobarta logo
আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

আটোয়ারীর ইউএনও রাসেদুল হাসান’র বদলি জনিত বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
রাব্বু হক প্রধান, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ | ১১:৪৭ পূর্বাহ্ন
রাসেদুল হাসান'র বদলি জনিত বিদায় সংবর্ধনা

রাব্বু হক প্রধান, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: আবেগঘন পরিবেশে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেদুল হাসান এঁর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মার্চ) পবিত্র মাহে রমজানের ইফতারের পূর্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান।

উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবাগত ইউএনও শাফিউল মাজনুবিন রহমান, উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ূন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস প্রমুখ।

সভায় বক্তারা ইউএনও’র ব্যতিক্রম সব কাজের প্রসংশা করেন এবং উপজেলার সুনাম বৃদ্ধি করায় উনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, সাবেক উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধিসহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউএনও রাসেদুল হাসান বলেন, উত্তর বঙ্গের মধ্যে আটোয়ারীর মানুষ অত্যান্ত সহজ-সরল। এখানকার মানুষ খুবই আন্তরিক। আর এখানকার রাজনৈতিক পরিবেশ আরও ভাল। তিনি আরো বলেন, আটোয়ারীর উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন, সে কারণে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিদায়ী ইউএনওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।

ইউএনও রাসেদুল হাসান আটোয়ারীতে মাত্র তিন মাস দশ দিন দায়িত্ব পালন করে তাঁর কর্মদক্ষতা ও ব্যক্তিত্বের গুণে তিনি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি সহ সাধারণ মানুষের মধ্যে একজন জনবান্ধব নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হন। উল্লেখ্য, তিনি আটোয়ারী থেকে বিদায় নিয়ে নওগাঁ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

আপনার জন্য নির্বাচিত
Social Media Auto Publish Powered By : XYZScripts.com