dailynobobarta logo
আজ মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঘিওরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের ছবি তুলতে বাধা, অনুষ্ঠান বয়কট

প্রতিবেদক
আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ | ৪:৫৩ অপরাহ্ন

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা। এ সময় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বয়কট করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকেরা।

উপজেলায় কর্মরত সাংবাদিকেরা জানান, ২৬ মার্চ স্বাধীনতার অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। সকাল ১১টার দিকে পেশাগত কাজে প্যারেড গ্রাউন্ড অনুষ্ঠানে পেশাগত কাজে উপজেলার সাংবাদিকেরা উপস্থিত হন।

এ সময় ইউএনও আমিনুল ইসলামের নির্দেশে বড়টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন উপস্থিত সকল সাংবাদিকদের অনুষ্ঠানের ছবি তুলতে নিষেধ ও অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যেতে বলেন। এ ঘটনায় উপস্থিত সকল সাংবাদিকেরা এর প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে ঘিওর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দিপু বলেন, স্বাধীনতা দিবসের সকালে উপজেলা চত্বরে বীর শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সকাল ১১টার দিকে প্যারেড গ্রাউন্ডে প্যারেড অনুষ্ঠান চলাকালীন মুহূর্তে বড়টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন প্রিন্ট ও ইলেকট্রনিক সকল সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন এবং অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যেতে বলেন।

এ বিষয়ে মোঃ আবুল হোসেন বলেন, ইউএনওর নির্দেশে সাংবাদিকদের ছবি তুলতে বাধা এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলেছেন তিনি।

এ বিষয়ে ইউএনও আমিনুল ইসলাম বলেন, সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়া হয়নি। এ বিষয়ে আমি শিক্ষক আবুল হোসেনের সঙ্গে কথা বলব।

এ ব্যাপারে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী বলেন, মহান স্বাধীনতা দিবসে সাংবাদিকদের পেশাগত কাজে উপজেলা প্রশাসনের বাধা দেওয়ার বিষয়টি অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিক জেলা প্রশাসক রেহেনা আক্তারকে অবহিত করেন।

মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, ইউএনও কি কারনে এ কাজটি করলো আমি কথা বলে দেখব। অনুষ্ঠানটি যেহেতু সবার সেহেতু এ কাজটি করা ঠিক হয়নি।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com