সানোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ মে) সকাল ১০ টার পর থেকে পরীক্ষার্থীরা ইবি কেন্দ্রে আসতে শুরু করে। সকাল থেকে রোদ এবং চলমান তাপপ্রবাহে ত্রাহিত্রাহি অবস্থা হয়ে পরে পরীক্ষার্থীদের।
পরীক্ষার্থী ও তাদের সাথে আসা অভিভাবকদের ক্লান্তি দূর করার জন্য ব্যতিক্রমধর্মী এক আয়োজন করে রাজশাহী জেলা ছাত্র কল্যাণ সমিতি, ইবি। ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনামূল্যে সুপেয় পানি ও ফ্রি শরবত বিতরণ কর্মসূচীর আয়োজন করে সংগঠনটি।
একজন ভর্তি পরীক্ষার্থী বলেন, শরবত খুবই ভালো এবং আমাদের ক্লান্তি দূর করেছে। এমন উদ্যোগ যারা নিয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকরা বলেন, একদল শিক্ষার্থী ফ্রিতে শরবত বিতরণ করছে। এটি সত্যিই একটি মহৎ উদ্যোগ, সাধুবাদ জানাই এই উদ্যোগকে।
উদ্যোগটির ব্যাপারে জানতে চাইলে রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি, মির্জা আল তাহলীল বলেন “প্রচন্ড তাপের প্রকপ কিছুটা হলেও লাঘব করার উদ্দেশ্যে আমরা চেষ্টা করেছি এই ফ্রি শরবত ক্যাম্পেইন কার্যক্রম করার। যারা এই কাজে শামিল হয়ে পাশে থেকেছেন তাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ। ভবিষ্যতে যে-কোনো সামাজিক কার্যক্রমে রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতি সক্রিয় থাকবে”।
উপ-দপ্তর সম্পাদক এম এ বারী শরীফ বলেন “আমরা চেষ্টা করেছি সবার সম্মিলিত প্রয়াসে এই কার্যসম্পাদন করার। লিখন ভাইয়াকে ধন্যবাদ আমাকে অনুপ্রেরণা প্রদান করে কাজ করতে উদ্দুদ্ধ করার জন্য।”
এছাড়াও, এই কার্যক্রমে উপস্থিত ছিলেন অত্র সমিতির সবুজ, রেজোয়ান, মিজান, মশিউর, শাওন, তারেক, সিজার, কানিজ, তাপসী, তামান্নাশ আরো প্রমুখ।