dailynobobarta logo
আজ সোমবার, ৬ মে ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঘিওরে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি
সোমবার, ৬ মে ২০২৪ | ৬:১৮ অপরাহ্ন

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস প্রমুখ।

এসময় জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, মানুষের গড় আয়ু এবং একক পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধির কারণে ভবিষ্যত নির্ভরশীলতার হার বৃদ্ধি পাচ্ছে। তাই একটি টেকসই সামাজিক নিরাপত্তা গড়ে তোলার জন্য ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা প্রদানে জাতীয় সংসদ পেনশন ব্যবস্থাপনা আইন ২০২৩ প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে ১৮ বৎসর বা তদূর্ধ পঞ্চাশ বছর বয়সী সকল বাংলাদেশী, বিশেষ বিবেচনায় ৫০ বছর ঊর্ধ্ব বয়সের নাগরিকগণ স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।

এতে অংশগ্রহণের তারিখ হতে নিরবিচ্ছিন্ন ১০ বছর নির্ধারিত টাকা জমা দেয়ার পর মেয়াদ শেষে সে আজীবন পেনশন প্রাপ্য হবেন। তিনি আরও জানান কর্মজীবন শেষে নিশ্চিত জীবন যাপনের জন্য প্রয়োজন সঞ্চয়। তাই কর্মজীবনের উপার্জিত টাকার কিছু অংশ পেনশন স্কিমে বিনিয়োগ করে বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরী। তাই তিনি সবার প্রতি এই সার্বজনীন পেনশন স্কীমের আওতায় বীমা করার জন্য আহবান জানান।

সভায় সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

আপনার জন্য নির্বাচিত
Social Media Auto Publish Powered By : XYZScripts.com