dailynobobarta logo
আজ মঙ্গলবার, ১৪ মে ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, সহ-অধিনায়ক তাসকিন

প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
মঙ্গলবার, ১৪ মে ২০২৪ | ২:৪৮ অপরাহ্ণ
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, সহ-অধিনায়ক তাসকিন

অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। চোট পাওয়া পেসার তাসকিন আহমেদকে রাখা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে, এমনকি দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্বও। স্কোয়াডে জায়গা হয়নি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। 

বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। বাংলাদেশ ছাড়াও গ্রুপ অব ডেথ খ্যাত ‘ডি’ গ্রুপে আরও আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। ১ জুন বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ জুন। ডালাসে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১০ জুন নিউইয়র্কে বাংলাদেশের প্রতিপক্ষ হট ফেভারিট দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ শেষে টাইগাররা পাড়ি জমাবে ওয়েস্ট ইন্ডিজে। ১৩ জুন কিংসটাউনে নেদারল্যান্ডসের বিপক্ষে ও ১৭ জুন একই ভেন্যুতে নেপালের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়। দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দুটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। আর নেপালের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com