গাছ লাগাই পরিবেশ বাঁচাই এ স্লোগানকে সামনে রেখে ক্লিনআপ বাংলাদেশের উদ্যোগে শেরপুর সদর উপজেলার ফটিয়ামারী সরকারি প্রাইমারী বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১২ আগস্ট শনিবার বিকেলে বৃক্ষরোপণ উদ্বোধন করেন ক্লিনআপ শেরপুর জেলা উপদেষ্টা রাজিয়া সামাদ ডালিয়া।
এসময় তিনি সকলের উদ্যেশ্য ক্লিনআপের এই চমৎকার উদ্যোগের প্রশংসা করে বলেন- বৃক্ষরোপণের এই যুগোপযোগী আয়োজন ছড়িয়ে দিতে পারলে মানুষের মধ্যে সচেতনতার পাশাপাশি বৃক্ষরোপণের গণজোয়ার শুরু হবে। বৃক্ষরোপণ প্রয়োজনীয়তার কথাও তিনি এসময় গ্রামের মানুষের কাছে তুলে ধরেন। পরে বিদ্যালয়ের আশেপাশেসহ রাস্তার চারপাশে ফলজ ও কাঠগাছসহ ২শ বৃক্ষ রোপণ করা হয়।
এসময় বৃক্ষরোপণ কর্মসূচিতে সাবেক চেয়ারম্যান মো: সাইদুর রহমান মিজু, ক্লিনআপ এর সহ সমন্বয়ক মেহেদী হাসান শামীম, ক্লিনআপ সদর উপজেলা টিমের সহ-সমন্বয় রকিবুল হাসান অন্তর, শিমুল সরকারসহ এলাকার অনেকে উপস্থিত ছিলেন।