সু-শাসনের জন্য নাগরিক (সুজন) গৌরনদী উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে শনিবার সকালে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে “কারো বিজয় উদযাপনের ভাষা যেন সহিংসতা, লুটপাট ধ্বংশযজ্ঞ না হয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। এতে শিক্ষক, সাংবাদিক, ছাত্র, ধর্মীয় যাজক, পুরোহিত, ইমাম, মন্দির কমিটির সভাপতি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা সামাজিক শান্তি, সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রক্ষার জন্য সকলের প্রতি আহবান জানান।
সু-শাসনের জন্য নাগরিক (সুজন ) গৌরনদী উপজেলা সভাপতি, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রধান ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া। আলোচনায় অংশ নেন গৌরনদী বাসষ্ট্যান্ড জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আব্দুল বাতেন নোমান, গৌরনদী ক্যাথলিক চার্চের পুরোহিত ফাদার লিটন, বার্থী মন্দির কমিটির সভাপতি সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শান্তুুনি ঘোষ, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, গৌরনদী পৌর সভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম ফকির, গৌরনদী প্রেসক্লাবের ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ জামাল উদ্দিন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ খোকন আহম্মেদ হীরাসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর কমিটি সুজনের সভাপতি পলাশ তালুকদার ও সাধারন সম্পাদক শ্রী কৃঞ্চ চক্রবর্তি।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সু-শাসনের জন্য নাগরিক (সুজন ) গৌরনদী উপজেলা সাধারন সম্পাদক প্রেমানন্দ ঘরামী।