dailynobobarta logo
আজ সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

ইবিতে শিক্ষাবৃত্তি প্রাপ্ত ১৫৪ শিক্ষার্থীর তালিকা প্রকাশ

প্রতিবেদক
নূর ই আলম, ইসলামী বিশ্ববিদ্যালয়
সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ | ৪:২২ অপরাহ্ন
ইসলামিক বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অনার্স চূড়ান্ত পরীক্ষা ২০২১ এর ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বৃত্তির তালিকা প্রকাশিত হয়েছে। এতে ১৩ জন মেধা ও ১৪১ জন সাধারণ বৃত্তির জন্য মনোনীত হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) উপরেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনার্স চূড়ান্ত পরীক্ষা ২০২১-এর ফলাফলের উপর ভিত্তি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বৃত্তির ১৩ টি মেধা ও ১৪১ টি সাধারণ বৃত্তির জন্য যারা মনোনীত হয়েছে। সেই সকল বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের তথ্য আগামী ০৮-০৯-২০২৪ তারিখের মধ্যে পূরণের জন্য অতিসত্তর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে প্রদানকৃত ফরমপূরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, অবশ্যই শিক্ষার্থীর নিজ নামের অনলাইন ব্যাংক হিসাব নম্বর দিতে হবে। উল্লেখ্য নিম্নলিখিত তালিকায় যাদের নাম উল্লেখ আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে।

উল্লেখ্য, ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে ২৭ জন, বিজ্ঞান অনুষদ থেকে ১১ জন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে ১৬ জন, জীববিজ্ঞান অনুষদ থেকে ৯ জন, আইন অনুষদ থেকে ১৬ জন, ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ থেকে ১৯ জন, কলা অনুষদ থেকে ২৫ জন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ৩১ জন মনোনীত হয়েছেন।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com