মানিকগঞ্জের ঘিওরে আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী, ঘিওর থানার এস আরবিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শচীন্দ্রনাথ মিত্র, সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল গোবিন্দ, জেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম, উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি/সম্পাদকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মন্তব্য করুন