৪১তম বিসিএসে সুপারিশকৃত ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে ওরাকল বিসিএস। প্রশাসন, পুলিশ এবং শিক্ষা সহ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৪৪০ শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয় ওরাকল বিসিএস।
গত ২৫ আগস্ট শুক্রবার বিকাল সাড়ে তিনটায় ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে ওরাকল বিসিএসের প্রধান ব্যবস্থাপক হাসান কবীর খান (রনি) এর পরিচালনায় এবং ওরাকল বিসিএসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য প্রফেসর ড. এস এস আনোয়ারা বেগম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব জনাব মোঃ হাবিবুর রহমান, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ুন কবির জুয়েল, অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ কামরুজ্জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-সচিব মোঃ সানিউল ফেরদৌস, অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মেহেদী হাসান প্রমুখ।