dailynobobarta logo
আজ বুধবার, ৩০ আগস্ট ২০২৩ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

এশিয়া কাপে লিটনের বদলি বিজয়

প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
বুধবার, ৩০ আগস্ট ২০২৩ | ১২:১২ অপরাহ্ণ
লিটন কুমার দাস ও এনামুল হক বিজয়

শেষ পর্যন্ত আর এশিয়া কাপ খেলা হলো না বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং ব্যাটার লিটন কুমার দাসের। অসুস্থতার কারণে এশিয়া কাপে বাংলাদেশের দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়।

আজ বুধবার (৩০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সঙ্গে ক্যান্ডিতে যোগ দিতে আজই ঢাকা ছাড়বেন বিজয়।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন- বিজয় আমাদের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেছে, বিসিবির পর্যবেক্ষণেও ছিলো। লিটন এশিয়া কাপে খেলতে পারছে না, তাই বিজয়কে আমরা স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছি।

৪৪ ওয়ানডে ম্যাচ খেলা এনামুল ৩০.৫৮ গড় ও ৭৪.১৫ স্ট্রাইক রেটে রান করেছেন ১২৫৪। ওয়ানডে ক্রিকেটে ৩টি সেঞ্চুরি ও ৫টি ফিফটি এনামুলের নামের পাশে। জাতীয় দলের হয়ে তিনি সর্বশেষ খেলেছেন গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ। এর পর তাকে আর জাতীয় দলে দেখা যায়নি।

এশিয়া কাপে অবশ্য বিজয়ের পরিসংখ্যান বেশ ভালো। মাত্র এক আসর খেলেই জায়গা করে নিয়েছেন উইজডেনের বাংলাদেশ একাদশে। খেলেছিলেন কেবল ২০১৪ সালে। সেবার বাংলাদেশ দল ভালো কিছু করতে ব্যর্থ হলেও বিজয় ছিলেন দারুণ ছন্দে। ৪ ম্যাচে ৫৬ দশমিক ৭৫ গড়ে করেছিলেন ২২৭ রান। পাকিস্তানের বিপক্ষে ১০০ আর ভারতের বিপক্ষে ছিলো ৭৭ রানের দারুণ দুই ইনিংস খেলেন তিনি।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com