খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের বাংলাদেশ -ভারত সীমান্তের অযোধ্যা এলাকার ফেনী নদী থেকে পরিচয়বিহীন এক মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেলছড়ির ৭ নং ওয়ার্ডের নুরনবী পাড়ার অযোধ্যা বিওপির সংলগ্নে ছড়ার মুখ ফেনী নদীতে হাতে পায়ে শিকলে তালা মারা অবস্থায় অজ্ঞাত এযুবকের মৃতদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকার ফেনী নদীতে একটি মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন, পরে মাটিরাঙ্গা থানাকে এবিষয়ে জানানো হয়, এরপর দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। গিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহটি নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।
তবে লাশটির এখনো পরিচয় পাওয়া যায়নি,এবং কোন দেশের বা কোন সম্প্রদায়ের লোক তাও বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।