মানিকগঞ্জের ঘিওর পাবলিক লাইব্রেরির ভেতর ও আশপাশে যত্রতত্র ছড়িয়ে ছিল ময়লা–আবর্জনা ও পলিথিন। সচেতন না হওয়ায় যত্রতত্র ময়লা–আবর্জনা ফেলার কারণে সৌন্দর্য নষ্ট হচ্ছিল। কিন্তু বিনোদনের জন্য সুন্দর পরিবেশ প্রত্যাশা এলাকাবাসীর।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঘিওর পাবলিক লাইব্রেরির ভেতরে ও আশপাশে থাকা ময়লা–আবর্জনা ও পলিথিন অপসারণ করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ জিয়াউল হক জিয়া। একই সঙ্গে তিনি মাঠের ভেতরে ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করেন। পাশাপাশি যেখানে–সেখানে ময়লা ফেলে পরিবেশের ক্ষতি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
তার হাতে প্লাস্টিকের গ্লাভস, মাস্ক ও মাথায় সার্জিক্যাল টুপি পরে মাঠের প্রবেশপথের আশপাশ ও ভেতরে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান চালান। তাঁরা পার্কের ভেতরে কাগজের ময়লা, পলিথিন সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় ফেলে দিয়ে বৃক্ষরোপন করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। বৃক্ষরোপণ উদ্বোধন করেন থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান,
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার কিরণ খান, প্রচার সম্পাদক আনিসুল ইসলাম শহীদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হক স্বপন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল গোবিন্দ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন প্রমুখ।