“সবার আগে সুশাসন, জনসেবা উদ্ভাবন” এ স্লোগানকে সামনে রেখে বর্ণাট্য র্যালী ও আলোচনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হয়েছে জাতীয় পাবলিক সার্ভিস দিবস।
আজ রবিবার (২৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মেহের নিগারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডাঃ আহাম্মদ কবীর।
এছাড়া উপস্থিত ছিলেন- সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাইফুল আজম চৌধুরী, জেলা পরিবার পরিকল্পনা (উপ-পরিচালক) ডাঃ আশফাকুর রহমান মামুন ও মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, জাকির হোসেন ভূঁইয়া আজাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
অনুষ্ঠান শেষে পাবলিক সার্ভিস হিসেবে বিআরটিএ এর পক্ষ থেকে ১০ জন চালকের হাতে ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়া হয়।