পঞ্চগড়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি সহ বেশ কিছু অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২৩ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার পৌর বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক- পরেশ চন্দ্র বর্মন।
অভিযান পরিচালনাকালে, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও দইয়ে লেভেল ব্যবহার না করায় মৌচাক হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা এবং খাবার তৈরিতে খোলা লবণ ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে নূরজাহান হোটেল মকবুল রেস্টুরেন্টেকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক- পরেশ চন্দ্র বর্মন জানান, ” নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তা অধিকার পরিপন্থী কাজ করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থাপনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।”