dailynobobarta logo
আজ রবিবার, ২৩ জুলাই ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

পঞ্চগড়ে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

প্রতিবেদক
মাসুদ পারভেজ, পঞ্চগড় জেলা প্রতিনিধি
রবিবার, ২৩ জুলাই ২০২৩ | ৯:৪০ অপরাহ্ণ
পঞ্চগড়ে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

পঞ্চগড়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি সহ বেশ কিছু অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২৩ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার পৌর বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক- পরেশ চন্দ্র বর্মন।

অভিযান পরিচালনাকালে, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও দইয়ে লেভেল ব্যবহার না করায় মৌচাক হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা এবং খাবার তৈরিতে খোলা লবণ ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে নূরজাহান হোটেল মকবুল রেস্টুরেন্টেকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক- পরেশ চন্দ্র বর্মন জানান, ” নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তা অধিকার পরিপন্থী কাজ করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থাপনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।”

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com