dailynobobarta logo
আজ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

ওয়ার্ডবয় হয়েও কাজ করে প্যাথলজী বিভাগে

প্রতিবেদক
মেহেদি জামান লিজন, ত্রিশাল প্রতিনিধি
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ৪:৩৯ অপরাহ্ন
ওয়ার্ডবয় হয়েও কাজ করে প্যাথলজী বিভাগে

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিক পেটানো সেই জয়নাল ওয়ার্ডবয় হয়েও কাজ করে প্যাথলজী বিভাগের পরীক্ষা-নিরীক্ষার ফি আদায়ের। বছর খানেক ধরে যোগদানের পর থেকে কখনো তাকে ওয়ার্ডবয়ের কাজ করতে দেখেনি কেউ।

সরেজমিন ঘুরে দেখা যায়, ওয়ার্ডবয় জয়নাল নিচ্ছেন প্যাথলজী বিভাগের পরীক্ষা-নিরীক্ষার ফি। নিজ স্বাক্ষরে দিচ্ছেন টাকা আদায়ের রিসিট। পরীক্ষা-নিরীক্ষার জন্য আসা রোগীদের থেকে কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তিনি ওয়ার্ডবয় হয়েও কিভাবে পরীক্ষা-নিরীক্ষার ফি আদায় করছেন এমন প্রশ্নে কিছুটা হতভম্ব হয়ে জয়নাল বলেন, করতেছে রোগীরা, সমস্যা নাই।আমার সাক্ষরেই রিসিট দিচ্ছি, সাথে স্যারের স্বাক্ষরও আছে।

এবিষয়ে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলামকে ওয়ার্ডবয় কিভাবে টাকা কালেকশন করছেন এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ক্যাশের টাকা কালেকশনের জন্য আমাদের আলাদা লোক নেই। এটা আমি ইন্টারনাল ভাবে ম্যানেজ করছি।

উল্লেখ্য, গত শনিবার সকালে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকরা তথ্য সংগ্রহে গেলে হাসপাতালের কর্মচারীদের হামলায় চার সাংবাদিক আহত হয়। এ হামলায় বাবুর্চি সোহরাব, ওয়ার্ডবয় জয়নাল ও আরও কয়েকজন অংশ নেয়।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com