লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) জেলা টাউন হল অডিটোরিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়।
এতে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুরে-২ আসনের সংসদ সদস্য এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন। মূল আলোচক ছিলেন- বাংলা একাডেমির উপ পরিচালক মোহাম্মদ আনোয়ারুল হক।
বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
এসময় বক্তরা বলেন- বাংলা সাহিত্য বাঙ্গালীদের প্রাচীন ঐতিহ্যকে ধারণ করে রেখেছে। বাংলা ভাষার সাহিত্য বাঙালি কবি লেখকদের হাতে কালব্যাপি সমৃদ্ধ হয়ে উঠেছে। এ সাহিত্যমেলার মধ্য দিয়ে সাহিত্যচর্চার সুযোগ বাড়বে।
মন্তব্য করুন