dailynobobarta logo
আজ শনিবার, ৭ অক্টোবর ২০২৩ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঘিওরে বিদ্যুতায়িত হয়ে ওয়েল্ডিং মিস্ত্রীর মৃত্যু

প্রতিবেদক
আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি
শনিবার, ৭ অক্টোবর ২০২৩ | ৫:৩১ অপরাহ্ণ
ঘিওরে বিদ্যুতায়িত হয়ে ওয়েল্ডিং মিস্ত্রীর মৃত্যু

মানিকগঞ্জের ঘিওরে বিদ্যুতায়িত হয়ে এক ওয়েল্ডিং মিস্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটছে। শুক্রবার বাড়িওয়ালার ঘরের লোহার গ্রিলের সাথে বিদ্যুতের শক খেয়ে তাঁর মৃত্যু ঘটে।

নিহত ৬০ বছর বয়সী আলমগীর শিকদার ঘিওর উপজেলার ৬নং ওয়ার্ডের করটিয়া গ্রামের মৃত তফিজ শিকাদারের ছেলে। পেশায় তিনি একজন ওয়েল্ডিং মিস্ত্রী। ঘিওর ইউনিয়ন পরিষদের পাশেই তাঁর ওয়েল্ডিং দোকান ছিল।

নিহতের পরিবার ও ছেলে প্রত্যক্ষদর্শী শাকিব শিকদার (১৭) জানায়, তারা বাবা-ছেলে দুজনে মিলে ঘিওর বাজারের মৃত আলহাজ্ব খোরশেদ আলীর ছেলে মিজানুর রহমানের (৬৫) বাড়িতে লোহার গেইট মেরামত (ওয়েল্ডিং) কাজ করতে গিয়েছিলেন। লোহার গেট লাগানোর জন্য তার বাবা ও সে দুজনেই ঘরের লোহার গ্রিলে হাত দিয়ে ধরার সাথে সাথেই বিদ্যুতায়িত হয়ে যায়। তার বাবার হাত পায়ের আঙ্গুল বাঁকা হয়ে যেতে থাকে এবং মুখ দিয়ে ফেনা বের হয়ে উঠতে থাকে। সকাল ১২টার দিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলের দাবি বাড়িওয়ালার ঘরের লোহার গ্রিলে আগে থেকেই কারেন্টের সংযোগ ছিল। সেই কারেন্টের সংযোগ লেগে বিদ্যুতায়িত হয়ে তার বাবার মৃত্যু ঘটেছে। বাড়িওয়ালার অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুর রহমান জানিয়েছেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত কাজ অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com