dailynobobarta logo
আজ রবিবার, ২২ অক্টোবর ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

হারুন স্যার আমাকে কেক উপহার দিয়েছেন : হিরো আলম

প্রতিবেদক
রিয়েল তন্ময়, বিনোদন প্রতিবেদক
রবিবার, ২২ অক্টোবর ২০২৩ | ১০:০৪ অপরাহ্ন
হারুন স্যার আমাকে কেক উপহার দিয়েছেন : হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের জন্মদিন আজ (২২ অক্টোবর)। এ উপলক্ষে এদিন দুপুরে তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে যান। সেখানে তাকে কেক, মিষ্টি ও পাঞ্জাবি উপহার দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. হারুন অর রশীদ।

রোববার এ তথ্য নিজেই জানিয়েছেন হিরো আলম। এদিকে, জন্মদিনে পাওয়া উপহারের ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তিনি। এর আগে ডিবি কার্যালয়ে হিরো আলম বলেন, আজ আমার জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ডিবিপ্রধান হারুন স্যার আমাকে ডেকেছেন। তাই ডিবি কার্যালয়ে এসেছি।তিনি আরও বলেন, আমার জন্মদিন উপলক্ষে ডিবি অফিসে হারুন স্যার কেক উপহার দিয়েছেন। বাসায় গিয়ে সেই কেক সবাই নিয়ে কাটবো।

নতুন কাজের প্রসঙ্গে হিরো আলম বলেন, সামনে আমার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন। সিনেমাগুলোর সব কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এর মধ্যে কয়েকটি সিনেমার সেন্সরও হয়েছে। এর মধ্যে কয়েকটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা রয়েছে। পাশাপাশি আমার নতুন কিছু গানও মুক্তি পাবে। এসব কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে।

প্রসঙ্গত, গত বছরের জুলাই থেকে ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে পরিচয় হিরো আলমের। সে সময় বিকৃতভাবে রবীন্দ্রসংগীত গাওয়ার অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে ডিবিতে অভিযোগ জানান একজন। এরপর হিরো আলমকে ডাকা হয় ডিবি কার্যালয়ে। ওই ঘটনার পর ডিবি প্রধানের কাছে প্রায়ই বিভিন্ন অভিযোগ এবং সমস্যা নিয়ে হাজির হতে দেখা গেছে।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com