তারকাদের ব্যক্তিজীবনের নানা বিষয় প্রকাশ্যে আসার পর তা নিয়ে বেশ সরগরম থাকে সোশ্যাল মিডিয়া। একটা ঝামেলা শেষ না হতেই যেন আরেকটা ইস্যুতে চর্চায় থাকেন। এবার চিত্রনায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের ‘প্রেম’ নিয়ে তোলপাড় নেটদুনিয়ায়।
এদিকে বুবলী ইস্যু যখন এভাবে সোশ্যালে চর্চার মধ্যে, তখন আবার বুবলীর নাম উল্লেখ না কলে ইঙ্গিতমূলক স্ট্যাটাস দিলেন- অভিনেত্রী রাজ রিপা। সোমবার (১৩ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে তিনি লেখেন, তিনি এত বড় শিক্ষিত নায়িকা যে তার কাছে ঢালিউড কুইনও মূর্খ। জেনে-বুঝে আপনি শিক্ষিত হয়ে অশিক্ষিতর জামাই নিয়ে কেন টানাটানি করছেন?
রাজ রিপা যদিও তার স্ট্যাটাসে কারও নাম উল্লেখ করেননি, তবে এবারও নেটিজেনদের ধারণা বুবলীকেই ইঙ্গিত করা হয়েছে ওই স্ট্যাটাসে। এ ব্যাপারে কথা বলার জন্য রাজ রিপাকে ফোন করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি তার।