dailynobobarta logo
আজ রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

লক্ষ্মীপুরে হরতাল সমর্থনে ঝটিকা মিছিল, বাস ভাংচুর

প্রতিবেদক
কিশোর কুমার দত্ত, লক্ষ্মীপুর প্রতিনিধি
রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ | ১১:৪১ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরে হরতাল সমর্থনে ঝটিকা মিছিল, বাস ভাংচুর

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে লক্ষ্মীপুরে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। রবিবার (১৯ নভেম্বর) সকালে শহরের উত্তর তেমুহনী এলাকায় হরতাল সমর্থনে একটি ঝটিকা মিছিল বের হয়। এসময় শতাব্দী ও শ্যামলী পরিবহন নামে দুইটি বাস ভাংচুর করে দূর্বৃত্তরা। তবে পুলিশ আসার আগেই দ্রুত স্থান ত্যাগ করেন হরতাল সমর্থকরা।

এদিকে যেকোন ধরনের নাশকতা এড়াতে লক্ষ্মীপুরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও র‌্যাবসহ বিজিবি সদস্যরা। সকাল থেকেই প্রধান প্রধান সড়কগুলোতে গাড়িযোগে টহল দিচ্ছেন তারা। এছাড়া গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ২৮ অক্টোবরের পর এটি বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার হরতাল। ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের হামলায় পণ্ড করার প্রতিবাদে পরদিন ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়। এরপর পাঁচ দফায় মোট ১১ দিন সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি পালন করে বিএনপিসহ বিরোধী দলগুলো।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com