বরিশালের আগৈলঝাড়ায় বসত বাড়ির জায়গার বিরোধকে কেন্দ্র করে ঘর-বাড়ি ভাংচুর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলা-সংঘর্ষে মহিলাসহ ৭ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার মধ্য বাকাল গ্রামের আব্দুল কাদের মিয়ার সাথে একই এলাকার পাশের বাড়ির এ্যালবার্ট কর্মকারের সাথে বসত বাড়ির জায়গার বিরোধ নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।
আজ মঙ্গলবার সকালে আব্দুল কাদের মিয়ার বসত বাড়ির জায়গা জোর পূর্বক এ্যালবার্ট কর্মকার দখল করতে গেলে তারা বাঁধা প্রদান করে। এসময় এ্যালবার্ট কর্মকারের নেতৃত্বে তার মা সাবানা ওরফে অর্পা মজুমদার, বোন এ্যালিজাভেথ কর্মকার, স্ত্রী তৃপ্তি ওরফে মনি কর্মকার, ভাই ক্লিটন কর্মকার, ফুফু বুলু কর্মকার, বোন লিমা বেগমসহ ১০/১৫ জন মিলে আব্দুল কাদের মিয়ার পরিবারের উপর হামলা করে।
এসময় তাদের হামলায় আব্দুল কাদের মিয়া (৯৭), স্ত্রী খাইরুন নেছা বেগম (৬৫), ছেলে ফিরোজ হোসেন (৪০), পুত্রবধূ সাথী বেগম (২৭), মেয়ে তানজু আক্তার (৫৪), বিলকিস বেগম (৫২), নাতী আলিফ ইসলাম বায়জিদ (১৫) আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত আব্দুল কাদের মিয়া, ফিরোজ হোসেন ও সাথী বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় প্রতিপক্ষের লোকজন আব্দুল কাদের মিয়ার বসত ঘর ভাংচুরসহ লুটপাট চালায়।
প্রতিপক্ষের এ্যালবার্ট কর্মকার জানান, বসত বাড়ির জায়গা নিয়ে আব্দুল কাদের মিয়ার সাথে বাকবিতন্ডা হয়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের পরিবারের উপর হামলা হয়েছে বলেও দাবী করেন তিনি। এঘটনায় আব্দুল কাদের মিয়ার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তারা।
আগৈলঝাড়া থানার এসআই ইউসুব দৈনিক নববার্তাকে জানান, দুই পক্ষের হামলা-সংঘর্ষের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।