dailynobobarta logo
আজ রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

ছোট নয় ‘বড়’ দলেরই মনোনয়ন ফরম কিনেছি : হিরো আলম

প্রতিবেদক
রিয়েল তন্ময়, বিনোদন প্রতিবেদক
রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ | ১২:৪৫ পূর্বাহ্ণ
হিরো আলম

হিরো আলম বলেন, ‘স্বতন্ত্র নয়, এবার দলীয় মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ করবো। সে লক্ষ্যে ইতোমধ্যে একটি দলের মনোনয়নপত্র কিনেছি। দলটির নাম আগেই প্রকাশ করতে চাচ্ছি না। তবে ছোট নয়, দল বড়ই আছে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। ঘোষণাটা অবশ্য আগেই দিয়ে রেখেছিলেন। এবার জানালেন যে ইতোমধ্যে একটি দলের মনোনয়নপত্র কিনেছেন তিনি।

হিরো আলম শনিবার একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘এবার স্বতন্ত্র নয়, দলীয় মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ করবো। সে লক্ষ্যে ইতোমধ্যে একটি দলের মনোনয়নপত্র কিনেছি। ছোট নয়, দল বড়ই আছে। কোনো সমস্যা নেই।

‘দলটির নাম আগেই প্রকাশ করতে চাচ্ছি না। এখন দুবাইতে আছি। দেশে ফিরব আগামী পরশু। আগে বগুড়া যাব। তারপর আগামী ৩০ তারিখ মনোনয়ন পত্র জমা দেবো। কোন দল থেকে নির্বাচন করছি তখনই তা সবাই জানতে পারবেন।’

দুবাই যাওয়ার আগে মনোনয়নপত্র তুলেছেন বলে জানান হিরো আলম। এবার তিনি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করতে চান। জাতীয় পার্টি নাকি তৃণমূল বিএনপি থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন- এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘আগেই কোনো দলের নাম বলব না।’

সব দল অংশগ্রহণ না করলে এবার নির্বাচনে যাবেন না- আগে এমন কথা জানিয়েছিলেন আলোচিত এই ইউটিউবার। সে প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব দল না করুক, অনেক দল তো করছে। জাতীয় পার্টি করছে। তৃণমূল বিএনপি তো বিএনপিরই একটা অংশ। এখানে তো বিএনপির বেশিরভাগ নেতাই আছেন। বিএনপি ছাড়া তো সব দলই অংশগ্রহণ করছে।’

এর আগে এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেছিলেন হিরো আলম। এ বছর বগুড়া-৪ আসনের উপনির্বাচনে যড়যন্ত্র করে তাকে হারানো হয়েছে বলেও অভিযোগ তার।

তাহলে এ বছর নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করছেন কি না জানতে চাইলে হিরো আলম বলেন, ‘এখন ভোট সুষ্ঠু হবে কি না জানি না। তবে এবার যদি সুষ্ঠু নির্বাচন না হয়, প্রতিটি বার যদি সরকার এরকম নির্বাচন করে… বহির্বিশ্বের তো এমনিতেই আমাদের ওপর আস্থা নেই, এবারও যদি এরকম নির্বাচন করে তাহলে আরও আস্থা থাকবে না।

‘ভোটের ওপর জনগণের আগ্রহ তো একেবারে উঠেই গেছে। আমরা যদি একটু ভোটারদের আগ্রহ তৈরি করে ভোটার মাঠে নিয়ে আসি, আর তারপরও যদি ভোটাররা ভোট দিতে না পারেন তাহলে এর থেকে কষ্টের তো আর কিছু হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘তবে ভোটে কারচুপি হবে কি না সেটা ভোটের দিন না এলে বলা যাবে না। আমরা তো সবসময় আশা রাখি সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু ভোটের দিন তো ফলাফল উল্টো দেখা যায়।’

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com