dailynobobarta logo
আজ সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ

প্রতিবেদক
আমিনুল ইসলাম রুদ্র
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ | ১২:৩৬ অপরাহ্ন
মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালামের কর্মীদের বিরুদ্ধে দলের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে।

গতকাল বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত প্রদীপ বসু বঙ্গবন্ধু প্রজন্ম লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক। আহত প্রদীপ বসুকে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ (এসএম জাহিদ) এর কর্মী।

হাতপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের ৬ষ্ঠ তলার ২১ নাম্বার শয্যায় প্রদীপ বসুর চিকিৎসা চলছে। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শামীমা আক্তার বলেন- আহত ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের জখম রয়েছে।

প্রদীপ বসু জানান- তাকে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালামের জামাতা এনামুল হকের নির্দেশে মোঃ রানা, মাসুদ পারভেজ, নুরুল ইসলামসহ কয়েকজন লোহার পাইপ ও শিকল দিয়ে এলোপাথাড়ি পিটিয়েছেন।

আহত কর্মীকে দেখতে এসেছে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ বলেন- সন্ত্রাসীদের কাজ হলো গুন্ডামি করে, জোর জবরদস্তি করে ক্ষমতা ছিনিয়ে নেওয়া। তাই তারা নির্বাচনের আগেই গুন্ডামি করে, ভয় ভীতি এবং মারধর করে নির্বাচনের মাঠ ফাঁকা করতে চায়।

এসএম জাহিদ ও তার কর্মীদের দাবি- দ্রুত এইসমস্ত গুন্ডা বাহিনী, সন্ত্রাস সৃষ্টিকারী চাঁদাবাজদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করা হোক।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com