dailynobobarta logo
আজ মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

শাকিব খানের ‘তুফান’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ

প্রতিবেদক
রিয়েল তন্ময়, বিনোদন প্রতিবেদক
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ | ১১:১৬ পূর্বাহ্ন
শাকিব খানের ‘তুফান’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘প্রেমিক’ নামের একটি সিনেমা বানাবেন রায়হান রাফী— খবরটি শুনে আশায় বুক বেঁধেছিলেন শাকিব ভক্তরা। শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি ছবিটি।

এছাড়া কোরবানি ঈদে ‘সুড়ঙ্গ’ ও ‘প্রিয়তমা’ ঘিরে সৃষ্ট উত্তপ্ত পরিবেশের কারণে অনেকেই ধরে নিয়েছিলেন, রাফীর নির্মাণে আর পাওয়া যাবে না শাকিবকে। ধারনাটি ভুল প্রমাণিত হলো। ফের শাকিব-রাফী এক হয়েছেন। ‘তুফান’ নিয়ে আসছেন তারা।
গতকাল সোমবার এক পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে দেওয়া হয়েছে ঘোষণা। কিং খান, রাফীসহ উপস্থিত ছিলেন সংশ্লিষ্টরা।

এ সময় শাকিব বলেন, ‘আমরা যদি ভারতের সাউথ ও বলিউডের দিকে তাকাই, তারা কিন্তু এক হয়ে কাজ করছে। একত্র হয়েই বিশ্ববাজারে তারা নিজেদের সিনেমা তুলে ধরছে। আমিও এই স্বপ্নটা দেখতাম; দেশের সিনেমা কীভাবে অন্যান্য দেশে নিয়ে যাওয়া যায়। গত কোরবানির ঈদে কিন্তু সেটা প্রমাণ হয়ে গেছে। দেশের বাইরেও আমাদের ছবি সাফল্য পেয়েছে।’

একদিন ১০০ কোটির ঘরে যাবে নিজের সিনেমা এমন স্বপ্নের কথা শুনিয়ে কিং খান আরও বলেন, ‘আমরা কিন্তু অধীর আগ্রহে বসে আছি, ১০০ কোটির ক্লাবে কবে যাব। ওই দিন বেশি দূরে নয়, যেদিন আমাদের সিনেমার জন্য ১০০ কোটি টাকাও কম মনে হবে। উত্তর আমেরিকায় বাংলা সিনেমার প্রায় ২৫-৩০ লাখ দর্শকের একটা বাজার তৈরি হয়ে আছে। বাকি ছিল দুই ইন্ডাস্ট্রির সমন্বয়ে কাজ করা। এবার সেটাও হলো।’
শাকিব খানের ‘তুফান’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ
রাফীও ছিলেন বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘‘সুড়ঙ্গ’ সিনেমার পর আমার স্বপ্ন ছিল বড় আয়োজনে সিনেমা বানানোর। সেটা এবার পূরণ হতে যাচ্ছে। দেশের বড় সুপারস্টারের সাথে কাজ করছি। এটা আমার অনেক বড় পাওয়া। বড় সুপারস্টারকে নিয়ে দেশের বড় সিনেমাটিই আমি উপহার দেব।’’

ঘোষণার পাশাপাশি প্রকাশ করা হয়েছে সিনেমার পোস্টার। সেখানে মারকুটে ভঙ্গীতে দেখা গেছে শাকিবকে। তবে তার বিপরীতে কোন নায়িকা থাকছেন— প্রকাশ করা হয়নি। রাফী জানিয়েছেন নায়িকা দুইজন থাকবেন। কারা থাকবেন— সেটিও আয়োজন করে জানানো হবে। ‘তুফান’ প্রযোজনার দায়িত্বে থাকছে বাংলাদেশ ও ভারতের তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, চরকি ও এসভিএফ।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

আপনার জন্য নির্বাচিত
Social Media Auto Publish Powered By : XYZScripts.com