লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) ও লক্ষ্মীপুর- ৪ (রামগতি-কমলনগর) আসনে সংসদ সদস্য পদে উচ্চ আদালত থেকে প্রার্থীতা ফিরে পাওয়ার পর প্রতীক বরাদ্দ নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী লক্ষ্মীপুর-২ সেলিনা ইসলাম ও লক্ষ্মীপুর- ৪ (রামগতি-কমলনগর) আবদুস সাত্তার।
শুক্রবার (২১ ডিসেম্বর) জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান তাদের দুইজনকে লক্ষ্মীপুর-২ আসনের সেলিনা ইসলামকে ঈগল প্রতীক ও লক্ষ্মীপুর ৪ আবদুস সাত্তার রকেট প্রতীক বরাদ্দ দিয়েছেন৷
প্রতীক পাওয়া প্রার্থীরা বলেন, গত ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় বিভিন্ন তথ্য না পাওয়ার কারণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা আমাদের মনোনয়নপত্র বাতিল করেন। আপিল করার পর গত ১৩ ডিসেম্বর নামঞ্জুর করে নির্বাচন কমিশন।
পরে হাইকোর্টে রিট করলে গত ২০ ডিসেম্বর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের প্রতীক বরাদ্ধ দিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আদেশের কপি নিয়ে আমরা জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে এসে প্রতীক বরাদ্দ নিয়েছি।