আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কিশোরী ধর্ষণের অভিযোগে সোহেল নামের এক যুবককে গ্রেফতার করছে ঘিওর থানা পুলিশ। গতকাল শনিবার ২৩ ডিসেম্বর ধর্ষণের অভিযুক্ত যুবককে গ্রেফতার করে রবিবার ২৪ ডিসেম্বর সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারকৃত যুবক ঘিওর উপজেলার কুস্তা বন্দর এলাকার মোঃ জমশের বেপারীর পুত্র সোহেল বেপারী (৩৫)। সে খুটি ব্যবসায়ী। আর নির্যাতনের শিকার কিশোরীর বাড়ি একই গ্রামে। মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত যুবক সোহেল প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।
ঘিওর থানা অফিসার ইনসার্জ সুকুমার বিশ্বাস জানায়, শনিবার (২৩ ডিসেম্বর) রাতে ধর্ষক সোহেলকে র্যাবের সহযোগিতায় তদন্তকারী কর্মকর্তা এসআই বেলাল হোসেন চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করে। আজ রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আসামির রিমান্ড চাওয়া হয়েছে।