dailynobobarta logo
আজ মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

বইমেলায় আসছে হামিদা কায়সারের কাব্যগ্রন্থ ‘প্রার্থিত সুন্দর’

প্রতিবেদক
সাহিত্য ডেস্ক
মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ | ৫:২০ অপরাহ্ণ
কাব্যগ্রন্থ ‘প্রার্থিত সুন্দর’

এবার ঢাকায় একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে শেরপুরের উদীয়মান লেখক হামিদা কায়সারের একক কাব্যগ্রন্থ ‘প্রার্থিত সুন্দর’। ‘প্রার্থিত সুন্দর’ বইটিতে ৬৪টি কবিতা রয়েছে। চমৎকার প্রচ্ছদ ও চার ফর্মার এই বইটি ‘বই বৈঠা’ প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে। এটি বাংলা একাডেমির একুশে বইমেলায় প্রকাশিত হবে। বইটির সম্পাদনা করেছেন লেখক শিহাব শাহরিয়ার।

হামিদা কায়সার ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের। নিজেকে আড়ালে রাখতেই বেশি পছন্দ করেন। বই পড়ার অভ্যাস ছোটবেলা থেকেই। সব ধরনের লেখাই তার পছন্দ। আগে থেকেই লেখার অভ্যাস থাকলেও ২০২০ সাল থেকে পুরোদমে লেখালেখিতে মনোনিবেশ করেন। ‘চিরকুট’ এ তার কবিতা প্রথম প্রকাশিত হয়। তিনি শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘কালের ডাক’ এ নিয়মিত লিখছেন। লেখালেখির জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি সম্মাননা পেয়েছে তিনি।

শেরপুর সরকারি মহিলা কলেজ থেকে স্নাতক এবং ময়মনসিংহ সরকারি আনন্দমোহন বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে মাস্টার্স করেছেন তিনি। এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে বিএড ডিগ্রি সম্পন্ন করেন।

তার পিতা হানিফ মিয়া একজন সরকারি চাকরিজীবী ছিলেন। তার মা লিলি বেগম একজন গৃহিনী। তার স্বামী কায়সার রশিদ একজন ব্যবসায়ী এবং সুবর্ণ ও নৈপুণ্য নামে তার দু’জন কন্যা ও পুত্র সন্তান রয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com