মানিকগঞ্জে পুলিশি বাঁধায় মাঝ পথে থেমে গেলো বিএনপির একদফা দাবি আদায়ের পদযাত্রা। আজ মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর সোয়া ১২ টার দিকে পৌর এলাকার বেউথা সেতুর দক্ষিণপ্রান্ত থেকে শহর অভিমুখে পদযাত্রাটি বের হয়। জেলা বিএনপির ব্যানারে কয়েকশ’ নেতাকর্মী বিভিন্ন প্লাকার্ড নিয়ে শ্লোগান দিতে দিতে সামনে এগোতে থাকে।
কিন্তু বেউথা মোড়ে জেলা পরিষদ মার্কেটের সামনে পদযাত্রাটি পৌছলে পুলিশি বাঁধার মুখে পড়ে। এসময় নেতাকর্মীরা সামনে যেতে চাইলে পুলিশের সাথে কথাকাটাকাটি হয়। পরে সেখানেই এক পথসভা করে জেলা বিএনপি।
সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রীতা বলেন- শান্তিপুর্ণ কর্মসূচিতে পুলিশ বাঁধা দিয়েছে।এটা খুবই দুঃখজনক। তিনি হুশিয়ারি দেন আগামীতে আর কোন বাঁধাই আর মানা হবে না। গণতন্ত্র রক্ষার আন্দোলন চলবেই।
জেলা বিএনপি সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবিরও পদযাত্রায় বাঁধা দেয়ায় নিন্দা জানান। তিনি বলেন, মানিকগঞ্জবাসীসহ উপস্থিত সবাই দেখেছে শান্তিপুর্ণ কর্মসূচিতে পুলিশ কিভাবে বাঁধা দেয়। গণতন্ত্র রক্ষার আন্দোলনে তিনি সবাইকে সরিক হওয়ার আহবান জানান।