ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার (৬ জুন) সকালে ভালুকা প্রেসক্লাব কার্য্যালয়ে বাংলাদেশের বহুল প্রচারিত ও পাঠক প্রিয় দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, র্যালি আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে দৈনিক যায়যায়দিনের ভালুকা প্রতিনিধি, কবি সফিউল্লাহ আনসারীর সভাপতিত্বে ও ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজি রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবিব জিসান, ভালুকা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ড.সেলিনা রশিদ, ভালুকা মডেল থানা ওসি(তদন্ত) জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।