dailynobobarta logo
আজ সোমবার, ১০ জুন ২০২৪ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | কনভার্টার
  1. অন্যান্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশেষ নিবন্ধ
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য

আগৈলঝাড়া উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ী তিন নতুন মুখ

প্রতিবেদক
সৈয়দ মাজারুল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার
সোমবার, ১০ জুন ২০২৪ | ৩:০১ অপরাহ্ণ
আগৈলঝাড়া উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ী তিন নতুন মুখ

বরিশালে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে তিন নতুন মুখ বিজয়ী হয়েছে। গতকাল ৯ জুন (রবিবার) অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার ৫টি ইউনিয়নের ৬০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তাঁরা।

আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ৮৮৯ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যতীন্দ্র নাথ মিস্ত্রী তাঁর মোট প্রাপ্ত ভোট ২৬ হাজার ৭৫৮ (দোয়াত-কলম প্রতীক)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইস সেরনিয়াবাত পেয়েছেন ২৫ হাজার ৮৬৯ (আনারস প্রতীক)ভোট। ভাইস চেয়ারম্যান পদে ১১ হাজার ৯৯৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন সঞ্জয় বাড়ৈ তাঁর মোট প্রাপ্ত ভোট ২১ হাজার ২৫৫(চশমা প্রতীক)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম তালুকদার পেয়েছেন ৯ হাজার ২৬১ (উড়োজাহাজ প্রতীক) ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান ৭ হাজার ৪০৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন হাফিজা ইয়াসমিন তাঁর মোট প্রাপ্ত ভোট ২১ হাজার ৪৭০(ফুটবল প্রতীক)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পবিত্র রানী রায় পেয়েছেন ১৪ হাজার ৬৭ (কলস প্রতীক) ভোট।

আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১১জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বাসুদেব সরকার জানান, এ উপজেলায় এক লাখ ৩৪ হাজার ১৩৩ ভোটার। এর মধ্যে ৫৩ হাজার ৮৯০ জন ভোট দিয়েছেন। বৈধ ভোটের সংখ্যা ৫২ হাজার ৬২৭। ভোটের হার ৪০.১৮ ভাগ।

গতকাল সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫ টা পর্যন্ত। যেকোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মত। ভোট কেন্দ্র দখল, জাল ভোট প্রদান বা কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবারের উপজেলা পরিষদ নির্বাচন।

সর্বশেষ - মানিকগঞ্জ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com