বগুড়ার নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক সাখাওয়াত হোসেন হানিফ। গত মঙ্গলবার সংগঠনের জেলা শাখার বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এরআগে ক্লাবের সাধারণ সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্পাদক মন্ডলীর উপদেষ্টা আব্দুল বারীকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দয়া, নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, সহ সভাপতি আব্দুল মান্নান, তানসেন আলী মন্টু, এমদাদুল হক, শাহীন আলম সাজু, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মুকুল, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ফারুক, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ, সদস্য মেহেদী হাসান, আরাফাত হোসেন, তানভীর রহমান প্রমুখ।
অনলাইন গণমাধ্যমে কর্মরত উপজেলার সংবাদকর্মীদের সমন্বয়ে সংগঠনের নতুন সদস্য অন্তর্ভূক্ত করাসহ সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন হানিফকে নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করার পক্ষে সভায় সমর্থন ও প্রস্তাব গৃহীত হয়।