উৎসব মুখর পরিবেশে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২ ঘটিকার সময় দৌলতপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও (ঘিওর-দৌলতপুর-শিবালয়) মানিকগঞ্জ-১ আসনের নৌকার মাঝি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সালাম।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, মানিকগঞ্জ জেলা জজ কোর্টের জিপি অ্যাডভোকেট মেহের উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম রাজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান জনি, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম শফিক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মৃদলা রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্লা, যুগ্ম আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, মোঃ শওকত আলী, দৌলতপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির শাওন প্রমুখ।