ময়মনসিংহের ভালুকায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, নবীন বরণ, মেধাবীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের‘জামিরদিয়া আব্দুল গণি মাস্টার ফাউন্ডেশন’ কর্তৃক পরিচালিত ‘জামিরদিয়া আব্দুল গণি মাস্টার স্কুল এন্ড কলেজ’র উদ্যোগে সকাল থেকে রাত পর্যন্ত নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
দুপুরেজামিরদিয়া আব্দুল গণি মাস্টার স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব লায়ন আবদুর রশিদের সভাপতিত্বে এবং জামিরদিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম লিটনের সঞ্চালনায় বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসেন, প্রতিষ্ঠানের বর্তমান উপদেষ্টা প্রিন্সিপাল কর্ণেল মোঃ রাশিদুল ইসলাম খান (অবঃ), হবিরবাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন মাস্টার, জামিরদিয়া আব্দুল গণি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাজী আঃ ছাত্তার মাস্টার, সাবেক মেম্বার জামাল হোসেন, আব্দুল গণি মাস্টার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াপ্রমূখ।
সভাপতি তার স্বাগত বক্তব্যে জামিরদিয়া আব্দুল গণি স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের নতুন শিক্ষা আয়োজন সর্ম্পকে শিক্ষার্থী ও অভিভাবকগনকে অবগত করে বলেন- বাংলা, ইংলিশ ও আরবী ভাষার সমন্বয়ে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। আপনাদের সকলের সহযোগীতায় একজন মেধাবী আদর্শ শিক্ষার্থী গঠন করতে যা যা করার প্রয়োজন আমরা তাই করবো।
আলোচনা অনুষ্ঠানের পরে এইচএসসি ২০২৩ শিক্ষা বর্ষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। পরে বিকেল থেকে রাত পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক শিল্পী আলী হাসান কবিরের তত্ত্বাবধানে শিক্ষার্থী ও অন্যান্য শিল্পীদের পরিবেশনায় বিজয় দিবসের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।